
৫ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের বড় হার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভয়াবহ ব্যাটিং ধসের পর বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৭৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে শ্রীলঙ্কা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অধিনায়ক চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৪৪ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৭ রানে।
এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে ৫ রানের মধ্যে তারা হারায় ৭ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা সাত ওভারের মধ্যে হারায় তিন উইকেট। টেস্ট সিরিজের ম্যান অব দা সিরিজ পাথুম নিসাঙ্কাকে শূন্য রানে ফেরান তানজিম হাসান, নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসকে দ্রুত বিদায় করেন তাসকিন আহমেদ।
চতুর্থ উইকেট ৬০ রান যোগ করেন কুসাল মেন্ডিস ও আসালাঙ্কা। ৪৫ রান করা কুসালকে আউট করে প্রথম উইকেটের স্বাদ পান অভিষিক্ত তানভির ইসলাম।
এরপর জানিথ লিয়ানাগের (২৯) সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন আসালাঙ্কা। বল হাতে নিয়ে চতুর্থ ডেলিভারিতেই এই জুটি ভাঙেন নাজমুল হোসেন শান্ত।
পরে মিলান রাত্নায়েকে (২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (২২) নিয়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন আসালাঙ্কা। তবে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে লঙ্কানদের আড়াইশর মধ্যে আটকায় বাংলাদেশ।
পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে ১২৩ বলে ১০৬ রান করে আউট হন আসালাঙ্কা।
চোট কাটিয়ে ফেরার ম্যাচে তাসকিন শিকার করেন চার উইকেট, আরেক পেসার তানজিমের প্রাপ্তি তিনটি।
রান তাড়ায় ২৯ রানের উদ্বোধনীন জুটির পর আউট হন অভিষিক্ত পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে দারুণ ব্যাটিংয়ে ভালো জুটি তানজিম ও শান্ত।
শান্তর (২৩) রান আউটে ভাঙে ৭১ রানের জুটি। ব্যাখ্যাতীত ব্যাটিং ধসের সূচনাও সেখানেই। হাসারাঙ্গা ও কামিন্দুর স্পিনে উইকেট পড়তে থাকে টপাটপ। ৬১ বলে ৬২ রান করে তানজিদ আউট হন জানিথ লিয়ানাগের দুর্দান্ত ক্যাচে।
২৭ বলের মধ্যে ৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান থেকে ৮ উইকেটে ১০৫!
এরপর লোয়ার অর্ডারদের নিয়ে ৪টি টি করে চার ও ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে ব্যবধান কিছুটা কমান জাকের আলি।
সিরিজের পরের ম্যাচ শনিবার একই মাঠে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪ (নিসাঙ্কা ০, মাদুশকা ৬, কুসাল মেন্ডিস ৪৫, কামিন্দু মেন্ডিস ০, আসালাঙ্কা ১০৬, লিয়ানাগে ২৯, রাত্নায়াকে ২২, হাসারাঙ্গা ২২, থিকশানা ১, মালিঙ্গা ৫, আসিথা ১*; তাসকিন ১০-২-৪৭-৪, তানজিম ৯.২-০-৪৫-৩, মুস্তাফিজ ৬-১-২৪-০, মিরাজ ১০-০-৪৭-০, তানভির ১০-০-৪৪-১, শান্ত ৪-০-৩২-১)।
বাংলাদেশ : ৩৫.৫ ওভারে ১৬৭ (পারভেজ ১৩, তানজিদ ৬২, শান্ত ২৩, লিটন ০, হৃদয় ১, মিরাজ ০, জাকের ৫১, তানজিম ১, তাসকিন ০, তানভির ৫, মুস্তাফিজ ০*; আসিথা ৫-০-৩৮-১, থিকশানা ৯-১-৩২-১, রাত্নায়েকে ১-০-১০-০, আসালাঙ্কা ৫-০-২৯-০, মালিঙ্গা ৩-০-২২-০, হাসারাঙ্গা ৭.৫-২-১০-৪, কামিন্দু মেন্ডিস ৫-০-১৯-৩)।
ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: চারিথ আসালাঙ্কা।