ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
চলে গেলেন জিম্বাবুয়ে ক্রিকেটের ‘বাবু’

চলে গেলেন জিম্বাবুয়ে ক্রিকেটের ‘বাবু’

স্পোর্টস ডেস্ক 

পুরো নাম মোহাম্মেদ আহমেদ মেমান, তবে জিম্বাবুয়ের ক্রিকেট সবাই তাকে ডাকতেন ‘বাবু’ নামে। বিশ্ব ক্রিকেটে পরিচিতি ছিল বাবু মেমান নামে। দীর্ঘদিন নানা রোগের সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন জিম্বাবুয়ের ক্রিকেটের একসময়ের অতি পরিচিত মুখ সাবেক এই ক্রিকেটার।

অনেক দিন ধরেই ইংল্যান্ডের লেস্টারে বসবাস করছিলেন তিনি। সেখানেই ৭৩ বছর বয়সে পাড়ি জমালেন পরপারে।

জিম্বাবুয়ের হয়ে মেমানের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা স্রেফ এক ম্যাচের। ১৯৮৭ বিশ্বকাপে খেলেছিলেন ভারতের বিপক্ষে ম্যাচটিতে। তবে ঘরোয়া ক্রিকেটে এই অফ স্পিনিং অলরাউন্ডার ছিলেন মহীরূহ। ইংল্যান্ডে মাইনর কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি দীর্ঘদিন।

বিশ্ব ক্রিকেটে তার মূল পরিচিতি ছিল জিম্বাবুয়ে দলের ম্যানেজার হিসেবে। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের আবির্ভাব থেকে শুরু করে এগিয়ে চলার দিনগুলিতে তিনি ছিলেন দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। ১৯৯২ থেকে ২০০৬ পর্যন্ত পালন করেছেন ম্যানেজারের দায়িত্ব।

পরে তিনি কাজ করেছেন জাতীয় নির্বাচক হিসেবেও।

তার মৃত্যুতে শোক জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

“আমাদের দেশের ক্রিকেটে মাঠের ভেতরে-বাইরে দীর্ঘস্থায়ী অবদান রাখার জন্য বাবুর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ জিম্বাবুয়ে ক্রিকেট। তার সঙ্গে যাদের কাজ করার সুযোগ হয়েছে, সবাই শ্রদ্ধাভরে স্মরণে রাখবেন তার তাড়না, নম্রতা ও নিবেদনকে। তার স্ত্রী আইশা, সন্তান ইকবাল, ফাজিলা ও সাদিয়া, পরিবারের অন্যরা, বন্ধুবান্ধব ও তাকে যারা চিনত ও ভালোবাসত, তাদের সবার প্রতি হৃদয়ের গভীর থেকে সববেদনা আমাদের।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন