ডার্ক মোড
Thursday, 09 May 2024
ePaper   
Logo
শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সালমান এফ রহমান

শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সালমান এফ রহমান

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ও আমাদের কৃষকদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ কিন্তু জনসংখ্যা অনেক বেশি। শেখ হাসিনার সঠিক পরিকল্পনায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াবে,ইনশাআল্লাহ।

বুধবার দোহার-নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন,প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন।

এমপি সালমান এফ রহমান এদিন সকাল ১১ টায় দোহার থানার পুকুর খনন,ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের কাজের উদ্বোধন করেন। এরপর উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন ও খামারিদের মাঝে অনুদানের চেক ও পুরস্কার তুলে দেন। এরপর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিলাশপুর ইউনিয়নের ছোট রামনাথপুরে ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, শুধু বিলাশপুর ইউনিয়নে ৪ টি ৪০/৫০ মিটারের গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শেষ পর্যায়ে।

এ সময়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম , নবাবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মতিউর রহমান, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, দোহার সাকেল এএসপি আশ্রাফুল আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানা ওসি মো.মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম শেখ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আনার কলি পুতুল, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাসার চোকদার, সাধারন সম্পাদক মিজানুর রহমান সাদ্দামসহ আরও অনেকে।

এরপর উপজেলার কার্তিকপুরে সরকারি বিদ্যালয় উদ্বোধন,নয়াবাড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সালমান এফ রহমান

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন