ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
জয়পুরহাটের তিনটি উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

জয়পুরহাটের তিনটি উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

জয়পুরহাট প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উৎসব মুখর পরিবেশে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে জেলার ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

এ নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৭৬৯। এর মধ্যে কালাই উপজেলায় এক লাখ ২২ হাজার ৭৩৬ জন, ক্ষেতলালে ৯৫ হাজার ১৯১জন ও আক্কেলপুর উপজেলায় এক লাখ ২২ হাজার ৮৮২ জন ভোটার রয়েছেন।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার-ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন