ডার্ক মোড
Thursday, 31 July 2025
ePaper   
Logo
কাল‌কি‌নি উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভাইস চেয়ারম্যান প‌দে বিথী আক্তার ভোট প্রচারণায় এ‌গি‌য়ে

কাল‌কি‌নি উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ভাইস চেয়ারম্যান প‌দে বিথী আক্তার ভোট প্রচারণায় এ‌গি‌য়ে

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনে কালকি‌নি‌তে নির্বাচনকে সামনে রেখে মাঝ মূহুর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কলস প্রতীকের এড‌ভো‌কেট বিথী আক্তার ।

প্রতীক পাওয়ার পর থেকেই তিনি দিনরাত্রি ছুটে চলছেন ভোটারদের দ্বারেদ্বারে। প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন, জনমতেও এগিয়ে রয়েছেন তিনি।

প্রতিদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় গণসংযোগ চালিয়েছেন। প্রচার-প্রচারণার মূহুর্তেও যেখানেই যাচ্ছেন মানুষ তাকে আপন করে নিচ্ছেন,দিচ্ছেন ভোট দেওয়ার প্রতিশ্রুতিও।

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড‌ভো‌কেট বিথী আক্তার বলেন,আমি মানুষের কল‌্যা‌ণে ও পাশে থাকার জন্য প্রার্থী হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে আমি জয়লাভ করবো ও সামা‌জিক উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের কাছে ভোট ও দোয়া প্রত্যাশা করেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন