ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
লাকসামে শিশু বিবাহ বন্ধে ১০০ হিরোর বছর ব‍্যাপী পরিকল্পনা

লাকসামে শিশু বিবাহ বন্ধে ১০০ হিরোর বছর ব‍্যাপী পরিকল্পনা

 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে শিশু বিবাহ বন্ধে ১০০ হিরো যুবক বছর ব‍্যাপী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই পরিকল্পনা প্রনয়ন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ম‍্যনেজার শ‍্যামল ফ্রান্সিস রোজারিও'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, লাকসাম মডেল কলেজের প্রভাষক মো. আবদুস সোবহান, প্রভাষক শামীম উল্ল‍্যাহ, নারী নেত্রী ও গণমাধ্যমকর্মী কোহিনুর প্রীতি।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, অশেষ রেমা, লাকী গোমেজ, ফাইন‍্যান্স অফিসার প্রমিটসন রিছিল, স্পন্সরশীপ এন্ড সিস্টেম সাপোর্ট অফিসার লীজা হালদার।

পরিকল্পনা প্রনয়ন অনুষ্ঠানে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন, কান্দিরপাড় মডেল ইউনিয়ন, বাকই দক্ষিণ ইউনিয়ন ও লাকসাম পৌরসভার বিভিন্ন কলেজ পড়ুয়া ১০০ হিরো যুবক ও যুব ফোরামের নারী সদস্যরা অংশগ্রহণ করেন এবং শিশু বিবাহ বন্ধে তাদের বছর ব‍্যাপী বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব‍্য উপস্থাপন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন