ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
রাশিয়ায় লরি-মিনিবাসের সংঘর্ষে নিহত অন্তত ১৬

রাশিয়ায় লরি-মিনিবাসের সংঘর্ষে নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার উলিয়ানভস্ক অঞ্চলে দাঁড়িয়ে থাকা মিনিবাসে লরির ধাক্কায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া এই সংঘর্ষে আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার উলিয়ানভস্কের একটি সড়কে লরি-মিনিবাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে।

এক বিবৃতিতে উলিয়ানভস্ক অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‌‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারী পণ্যবাহী একটি গাড়ির চালক সঠিক সময়ে গতি কমাতে না পারায় সেটি রাস্তায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে ধাক্কা দিয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, সড়কে সংস্কার কাজ চলায় মিনিবাসটি দাঁড়িয়ে ছিল। দুটি লরির মধ্যবর্তী স্থানে মিনিবাসটি আটকা পড়ে। সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুটি লরির মাঝে আটকা মিনিবাসটি ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। পর জরুরি পরিষেবা কর্মীরা দুর্ঘটনাস্থলে গাড়িটি পরিদর্শন করেছেন।

লরি-মিনিবাসের এই দুর্ঘটনায় রাশিয়ার জাতীয় তদন্ত কমিটি অপরাধের তদন্ত শুরু করেছে বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে তাস বলেছে, নিহতদের মধ্যে লরির চালকও আছেন।

সূত্র: রয়টার্স।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন