
যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
বিশ্বসংবাদ ডেস্ক
পরিপূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন তথ্য জানিয়েছেন।
নিজের সামাজিকমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পরিপূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান।’
এ সময়ে সাধারণ জ্ঞান ও দুর্দান্ত বুদ্ধিমত্তা কাজে লাগানোর জন্য দুদেশকে তিনি অভিনন্দন জানিয়েছেন। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ধরও এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করেই এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘নিরপেক্ষ জায়গা থেকে এক গুচ্ছ বিস্তৃত বিষয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে দুই দেশ। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রনায়কত্বের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করছি।’
মোদি ও শাহবাজ শরিফসহ দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গেল ৪৮ ঘণ্টা বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কো রুবিও।
সাধারণ জ্ঞান ও দুর্দান্ত বুদ্ধিমত্তা কাজে লাগানোর জন্য দুদেশকে তিনি অভিনন্দন জানিয়েছেন।
এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ধরও এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করেই এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
এরআগে প্রতিবেশী দেশ থেকে প্রতিশোধ না এলে বৈরিতা বাড়াবে না বলে জানিয়েছে ভারত ও পাকিস্তান। যদিও দুই দেশই পরস্পরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর এটি ছিল দুপক্ষের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ভারত যদি আর কোনো হামলা না চালায়, তাহলে উত্তেজনা প্রশমনের কথা ভাববে তার দেশ। তবে ভারত যদি কোনো ধরনের হামলা চালায়, তাহলে আমরা তার জবাব দেব।’
পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা জবাব দিয়েছি। কারণ আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। যদি তারা এখানে থামে, তাহলে আমরাও থেমে যাওয়ার কথা ভাবব।’
দিল্লিতে এক সাক্ষাৎকারে ভারতীয় উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, ‘তার দেশ উত্তেজনা প্রশমনে অঙ্গীকারাবদ্ধ, যদি পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের প্রতিশোধ না আসে।’
‘তবে সীমান্ত এলাকায় পাকিস্তানের স্থলবাহিনীকে অগ্রসর হতে দেখা গেছে। একটি হামলা নতুন করে উত্তেজনা বাড়ানোর আভাস দিচ্ছে,’ বলেন তিনি।
তবে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘বর্তমানে পরমাণু অস্ত্র ব্যবহারের শঙ্কা নেই। কিন্তু যদি তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে এখন যারা চেয়ে চেয়ে দেখছেন, তারাও ক্ষতিগ্রস্ত হবেন।’
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিশ্বকে বলতে চাই, এটি কেবল এই অঞ্চলের মধ্যেই আটকে থাকবে না; এটি হবে ব্যাপক ধ্বংসাত্মক। ভারত যে পরিস্থিতি তৈরি করছে, তাতে আমাদের বিকল্পগুলো কমছে।’
এ সময় পরমাণু অস্ত্রের দেখভাল করা ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক ডাকা হয়নি বলেও দাবি করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।