ডার্ক মোড
Tuesday, 13 May 2025
ePaper   
Logo
কলাপাড়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

কলাপাড়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

 

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
 
পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
 
মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
এসময় ওই যুবকের পড়নে একটি কালো প্যান্ট ছিলো। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা  ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে।
 
তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। 
 
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন