ডার্ক মোড
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)

"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ১০ মে সকাল এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, ফুলবাড়ী থানার এসআই আব্দুর রশিদ সরকার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, পশ্চিম পানি মাছ কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক, নাোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা মিয়া বাদশা, রাবাইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়শা খাতুন,সাংবাদিক জাহাঙ্গীর আলম।


এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের (ইউআরসি) আব্দুল আজিজ, উপজেলা ছয় ইউনিয়নের ৩৮ জন প্রধান ও সহকারী শিক্ষক, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল আরো অনেক। 

এসময় বক্তারা শিক্ষার মান উন্নয়ন, সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীর হ্রাস পাওয়া এবং প্রাইভেট স্কুলগুলোতে শিক্ষার্থী বৃদ্ধি পাওয়া নিয়েও আলোচনা করেন। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন