ডার্ক মোড
Friday, 03 May 2024
ePaper   
Logo
রামগড়ে ৪৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রামগড়ে ৪৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩বিজিবি)।

বুধবার সকালে রামগড় জোনের সোনাইআগা ও যৌথ খামার এলাকায় চার শতাধিক দুস্ত পাহাড়ি বাঙালিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রামগড় জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেবা মূলক কাজে জনগণের পাশে থাকবে বিজিবি।

এছাড়াও গরীব ও দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই বিজিবি অফিসার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন