ডার্ক মোড
Friday, 17 May 2024
ePaper   
Logo
বিনা টিকিটের যাত্রীদের ট্রেনে উঠতে বাধা দেয়ায় এট‍েনডেন্টকে পুলিশের মারধর

বিনা টিকিটের যাত্রীদের ট্রেনে উঠতে বাধা দেয়ায় এট‍েনডেন্টকে পুলিশের মারধর

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের এক এট‍েনডেন্টকে মারধরের অভিযোগ উঠেছে লাকসাম জিআরপি থানা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতির পর লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের কনস্টেবল সৈকত বিনা টিকিটের পাঁচ ছয়জন যাত্রীকে মহানগর এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে উঠানোর চেষ্টা করলে ওই বগিতে দায়িত্বরত এট‍েনডেন্ট আবু সাইদ বিনা টিকিটের যাত্রীদের উঠতে বাধা দেয়। এতে কনস্টেবল সৈকত ক্ষিপ্ত হয়ে এটেনডেন্ট আবু সাইদকে বেধড়ক মারধর করে ট্রেন থেকে নামিয়ে স্টেশনের একটি রুমে আটকে রাখে।
যাত্রা বিরতি শেষে ট্রেন ছেড়ে দিলে ওই এটেনডেন্ট দৌড়ে পালিয়ে ট্রেনে উঠে জীবন রক্ষা করে। পরবর্তীতে ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌছালে ট্রেনে দায়িত্বরত অন‍্যান‍্য লোকজন তাকে আহত অবস্থায় কুমিল্লা সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।
জানা যায়, লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে ট্রেন ভ্রমণের সুবিধা দিয়ে আসছে দীর্ঘদিন থেকে। ওইদিনও জিআরপি পুলিশের কনস্টেবল সৈকত বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে ট্রেনে উঠানোর চেষ্টা করলে এসি বগির এটেনডেন্ট বাধা দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে সৈকত ট্রেনের এটেনডেন্ট আবু সাইদকে মারধর করে।
এটেনডেন্ট আবু সাইদ জানান, জিআরপি পুলিশের কনস্টেবল সৈকত বিনা টিকিটের পাঁচ ছয়জন যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে ট্রেনের এসি বগিতে জোর পূর্বক উঠানোর চেষ্টা করে। এতে আমি বাধা দিলে কনস্টেবল সৈকত আমাকে বেধড়ক মারধর করে মারাত্মকভাবে আহত করে আমার পোশাক ছিড়ে ফেলে এবং ট্রেন থেকে নামিয়ে প্ল‍্যাটফর্মের একটি রুমে আটকে রাখে। পরবর্তীতে ট্রেন ছেড়ে দিলে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে কোন রকমে ট্রেনে উঠি। আমি এখন চিকিৎসা নিচ্ছি। বিষয়টি আমি আমার উর্ধ্বতনদের অবহিত করেছি।
অভিযুক্ত কনস্টেবল সৈকতের বক্তব‍্য নেয়ার জন‍্য তাকে থানায় খুঁজে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব‍্যাপারে লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্ল‍্যাহ বাহারে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমি শুনেছি। এটি অত‍্যন্ত দূঃখজনক। এ বিষয়ে আমাদের পুলিশ সুপার মহোদয় পরবর্তী ব‍্যবস্থা গ্রহণ করবেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন