ডার্ক মোড
Saturday, 26 October 2024
ePaper   
Logo
মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবাহ অগ্নিকান্ডে পোলেরহাট বাজারের ১২টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ বিষয়ে পোলেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ১২টি দোকানঘরসহ এর ভেতরে থাকা যাবতীয় মালামাল সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।

পাশাপাশি আরও ৬টি দোকান আংশিক পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার দুটি ইউনিট টানা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে।এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীনের নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌছায় মোরেলগঞ্জ থানা পুলিশ। রাত থেকেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন