ডার্ক মোড
Friday, 17 May 2024
ePaper   
Logo
কমলগঞ্জ উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কমলগঞ্জ উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১১ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার(২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।


উপজেলা সহকারি রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান,উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মো.ইমতিয়াজ আহমেদ বুলবুল,চমন উদ্দিন ও চা শ্রমিক নারী নেত্রী গীতা রাণী কানু।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সিদ্দেক আলী,উপজেলা আল ইসলাহ এর সভাপতি হাফেজ এম এ ওয়াহাব,উপজেলা হিন্দু,বৌদ্ধ ঐক্য খ্রীষ্টান পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন দেব,বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েশন এর যুগ্ম- সাধারন সম্পাদক মো.আলমগীর চৌধুরীও চা শ্রমিক নেতা সুনীল কুমার মৃধা।

এ ছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও নারীনেত্রী মুন্না দেব রায়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছেন নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

নির্বাচন কমিশনের ঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ৫ মে,আপিল গ্রহণ ৬-৮ই মে, আপিল নিষ্পত্তি ৯-১১ই মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ করা হবে ২৯শে মে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন