ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মিজানসহ ১৪ নেতাকর্মী কারাগারে

মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মিজানসহ ১৪ নেতাকর্মী কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার (২৫এপ্রিল) উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন মেয়াদ শেষে দুপুরে তারা জেলা ও দায়েরা জজ ১ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন-জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলে সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুবদলের এম এ নিশাদ, যুবদলের সিরাজুল ইসলাম পিরুন, স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম, যুবদলের ওয়াহিদুর রহমান জুনেদ, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের রোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের মামুনুর রশিদ, যুবদলের জাহেদ আহমেদ।

জাতীয় নির্বাচন পূর্বে ৫ নভেম্বর ২০২৩ সালের পুলিশ এসেল্ট মামলা জেলা বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়। উক্ত মামলায় গত ২৮ ফেব্রæয়ারী হাইকোর্ট থেকে ১ মাসের আগাম জামিন নেওয়া হয়। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন