মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মোঃ জলিল (৫২) নামের এক স্কুল শিক্ষকের মৃত্য হয়।
রবিবার (২২ ডিসেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে বরগুনা জেলার আমতলী নামক স্হানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত জলিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চালিতবুনিয়া গ্রামের আলতাফ আলী সিকদারের পুত্র। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের ছেলে নাফিজ বললেন, রবিবার ১২টার দিকে কলাপাড়ারার বাড়ি থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে বাবা নিয়ে তার কর্মস্হল কাউখালীতে আসছিলেন। পথিমধ্যে আমতলী নামক স্হানে বসে হঠাৎ মোটরসাইকেলের পিছন থেকে তার বাবা ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্হানীয়দের সহযোগিতা তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।