ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
সাতক্ষীরায় ওলামা পরিষদের মানববন্ধন

সাতক্ষীরায় ওলামা পরিষদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

তাবলীগ জামাতের একাংশের নেতা সাদপন্থীদের কর্মকাÐের প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেটের শহিদ স. ম আলাউদ্দিন চত্ত¡রে সাতক্ষীরা উলামা পরিষদ এবং সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সাতক্ষীরা উলামা পরিষদ সদর থানা শাখার সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেক, তাবলীগের শুরায়ী নিজামের সাথী মুফতি মহসিন, শিক্ষক মাওলানা আসলাম হুসাইন, সাতক্ষীরা জজকোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, তাবলীগের শুরায়ী নিজামের সাথী মুস্তাকুর রহমান দারা, শুরায়ী নিজামের সাথী মাওলানা মোখলেসুর রহমান, শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম হাবিবী, সাতক্ষীরা মারকাজের সাবেক জেলা আমির প্রফেসর হাবিবুর রহমান, সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ, শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানসহ তাবলীগ জামাতের শুরায়ী নিজামের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, যেখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সাদপন্থীরা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাÐ চালিয়ে ধর্মের পবিত্রতা ক্ষুন্ন করছে দাবি করেন বক্তারা। স¤প্রতি টঙ্গীর বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের নৃশংস হামলায় চারজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন বলেও বক্তারা দাবি জানান। এদের বক্তারা এই বর্বরতার সুষ্ঠু বিচার দাবি জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, এটা কোনো নতুন ঘটনা নয়। ২০১৮ সালেও সাদপন্থীরা ইজতেমার ময়দানে নারকীয় তাÐব চালিয়েছিল। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, বয়োবৃদ্ধ মুরুব্বি, এবং মাদ্রাসার ছাত্রদের ওপর নির্মম আক্রমণ চালিয়ে তারা ইজতেমা ময়দানকে রক্তাক্ত করেছিল। এসব কর্মকাÐ ইসলাম এবং তাবলীগের প্রকৃত বার্তার সম্পূর্ণ বিপরীত।

মানববন্ধনে দাবি করা হয়, সাবেক সরকারের মদদপুষ্ট এই গোষ্ঠী এখনো বিচারের বাইরে। তাদের এ ধরনের কর্মকাÐ দেশের শান্তিপ্রিয় মুসলমানদের জন্য হুমকি স্বরূপ এবং তাবলীগের সুনামকে ক্ষুন্ন করছে। বক্তারা সরকারের কাছে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি তাদের বিচারের আওতায় আনার আহŸান জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বাংলার মাটিতে সাদপন্থীদের উগ্রপন্থী কর্মকাÐ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহŸান জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন