ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
বড়লেখায় বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু বড়লেখায় বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু

বড়লেখায় বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু বড়লেখায় বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে রোববার দুপুরে গোপাল বাগতি নামের চা শ্রমিকের গু লি বি দ্ধ লা শ উ দ্ধা র করা হয়েছে। শনিবার পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নি খোঁ জ হন। নিহত গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে। স্বজনদের অভিযোগ, সীমান্তের জিরো লাইনে বিএসএফ গু লি করে তাকে হ ত্যা করেছে। তার সাথে থাকা আরো কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় রক্ষা পায়।

জানা গেছে, চা শ্রমিক গোপাল বাগতি শনিবার সকালে আরো কয়েকজন শ্রমিকের সাথে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ের যায়। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোজাখুজি শুরু করেন। রোববার ভোরের দিকে খবর মিলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে একটি লা শ পড়ে রয়েছে। বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে নি হ ত গোপালের লা শ উ দ্ধা র করা হয়। স্বজনরা অভিযোগ করেন বিএসএফ গু লি করে তাকে নির্মমভাবে হ ত্যা করে সীমান্তের জিরো লাইনে লা শ ফেলে গেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, রোববার সকালের দিকে কিছু চা বাগান শ্রমিক বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায় যে, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর নিকটবর্তী এলাকায় একটি মৃ ত দে হ পড়ে থাকতে তারা দেখেছেন। সংবাদের ভিত্তিতে বিওসিটিলা বিওপির টহল দল তৎক্ষণিক পুলিশ দ্রুত বর্ণিত স্থানে তল্লাশী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপাল বাগতির লা শ উ দ্ধা র করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন