ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ট্রাস্ট নামে কোন কার্যক্রম চলবে না

মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ট্রাস্ট নামে কোন কার্যক্রম চলবে না

বগুড়া প্রতিনিধি

মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজগুলো ধ্বংসের জন্য ট্রাস্ট নামধারী কোন কার্যক্রম চলবে না এবং শিক্ষা বোর্ড কোন প্রকার সাহায্য সহযোগিতা করবে না এবং মুক্তিযোদ্ধা কলেজ নামে পরিচালিত হবে।

গত ১৪ মে রবিবার বিকাল ৩ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী এর চেয়ারম্যানের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে এক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ম পক্ষে বোর্ডের চেয়ারম্যান, সচিব, পরিদর্শক ২য় পক্ষে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহের সভাপতি অধ্যক্ষ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তার ৩য় পক্ষে তথাকথিক ভুয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষা এর নামধারী বহিষ্কৃত অমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজ থেকে দুর্নীতি ও অর্থ লুটপাটের দায়ে বহিষ্কৃত অমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

রাজশাহী বোর্ডের চেয়ারম্যান উভয় পক্ষের বক্তব্য শুনে নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্টের ১৪৬০১/২২ নং মামলা মোতাবেক মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের অনুমতি দান করেন। বগুড়া জর্জকোর্টে মুক্তিযোদ্ধা শিক্ষা ট্রাস্টের বিরুদ্ধে মামলা রয়েছে এবং দুই তিনটি প্রতিষ্ঠানে শিক্ষা ট্রাস্টের নিষেধাজ্ঞা রয়েছে। যার মামলা নং ১৭৪/২০২২ (অন্য) ২৯/০৬/২০২২,১২১/২০২২ (অন্য)

আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে অদ্যবধি পর্যন্ত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গাবতলী দখলের জোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাস্তবতা অনুযায়ী মুক্তিযোদ্ধা টেকনিক্যল স্কুল এন্ড কলেজের নামে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য যে, ইতোপূর্বে মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ও শিক্ষাবোর্ডগুলোতে ভুয়া ও মিথ্যা কাগজপত্র তৈরী করে কিছু অসৎ কর্মকর্তাদেরকে বিভ্রান্তির সৃষ্টি করে। যার মামলা নং ২২০২ সি/ ২০২২।

যা পিবিআই তদন্তে প্রমাণিত ১৪/০৫/২০২৩ তারিখে ত্রিপক্ষীয় সভায় নিরসন হয়েছে। এই সত্য ঘটনাকে বীর মুক্তিযোদ্ধাগণের এই সাহসী উদ্যোগকে জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান রোজিনা আক্তার নাইচ।

যিনি ১৬ মে মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন, মোঃ মনজুরুল হাসান,তাওহিদ ইসলাম,নুরুজ্জামান,কামরুল হাসান সহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন