ডার্ক মোড
Friday, 03 May 2024
ePaper   
Logo
মান্দায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার (১ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ও লাইন ডাইরেক্টর ডা. মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহীর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, পরিবার পরিকল্পনা নওগাঁর উপপরিচালক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালসহ সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন