ডার্ক মোড
Monday, 14 July 2025
ePaper   
Logo
মঠবাড়িয়ায় নিখোঁজের এক দিন পর স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় নিখোঁজের এক দিন পর স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

 
 
 
 পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. নাসির উদ্দিন আহম্মেদ(৬৮) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার (১৩ জুলাই) বিকাল চারটার দিকে শহরের কে.এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন। নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতায় অবসর গ্রহণ করেন। তিনি উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদার এর ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় , শনিবার ওই স্কুল শিক্ষক তার গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলেনীর শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন।এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারন ডায়রি করেন। তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিংও করেন।
রবিবার বিকাল চারটার দিকে স্থানীয়রা কে.এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে এসে তার লাশ উদ্ধার করেন। এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিলো। স্কুল শিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলাকাবাসির ধারনা।
 
এ ব্যাপারে নিহত স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বলেন, গতকাল শনিবার সকাল নয়টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন। আমি থানায় সাধারন ডায়রি করেছি। বাবার এমন মৃত্যুতে আমরা দিশেহারা । বাবার মাথাা থেতলানো ও রক্তাক্ত ছিলো।  পুলিশ তদন্ত করে তার মৃত্যু রহস্য উদঘাটন করবে।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন