ডার্ক মোড
Monday, 14 July 2025
ePaper   
Logo
মুকসুদপুরে নৈশ প্রহরীর হাত-পা বাঁধা অবস্থায় ৩দিন পর লাশ উদ্ধার

মুকসুদপুরে নৈশ প্রহরীর হাত-পা বাঁধা অবস্থায় ৩দিন পর লাশ উদ্ধার


কাজী ওহিদ-মুকসুদপুর(গোপালগঞ্জ) 

মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় জে,কে,এম,বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী (নাইট গাট) গৌতম গাইন গত ৯ জুলাই বুধবার রাতে স্কুলে নাইট গাটের ডিউটিতে গেলে এরপর হতে তার কোন খোজ পাওয়া যায়না। পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান মিলাতে পারেনি। ১১ জুলাই শুক্রবার মধুমতি নদীতে গোপালগঞ্জ সদরের বোলতলি নামক স্থানে হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে বোলতলি নৌপুলিশ ফাঁড়িতে খবর দিলে নৌ পুলিশ তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জে মর্গে প্রেরণ করেছেন। নিহত গৌতম গাইন জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের ভবসিন্ধু গাইনের ছেলে।সংবাদ পেয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে নিহত গৌতম গাইনের বাড়িতে যান। ঘটনার তথ্য উদঘাটনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ থাকে যে,গৌতম গাইন জলিরপাড় জে,কে,এমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীর চাকরির পাশাপাশি জলিরপাড় বাজারে কাঁচা-মালের ব্যবসা করতেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন