ডার্ক মোড
Monday, 14 July 2025
ePaper   
Logo
জয়পুরহাটে চেতনানাশক ওষুধ খাইয়ে তরুণীকে ধর্ষণ: গ্রেপ্তার-২

জয়পুরহাটে চেতনানাশক ওষুধ খাইয়ে তরুণীকে ধর্ষণ: গ্রেপ্তার-২

 

 
জয়পুরহাট  প্রতিনিধি
 
জয়পুরহাটে চেতনানাশক ওষুধ খাইয়ে এক তরুনীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। পাঁচবিবি উপজেলার বাগজানা কুটাহারা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগি তরুণী তিনজনের নামে পাঁচবিবি থানায় ধর্ষণের মামলা করেছেন। মামলার পর ঘটনার সহযোগী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার বাগজানা কুটাহারা গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে নয়ন (৪৫) ও তার স্ত্রী সালমা বেগম (৩৫)। এ ঘটনার মূল আসামি আতাউর রহমান (৩৮) পলাতক রয়েছেন।
 
মামলার বিবরণে জানা গেছে, গ্রেপ্তারকৃত নয়ন ও সালমা ভুক্তভোগি ওই তরুণীর প্রতিবেশি সম্পর্কে চাচা ও চাচী হন। মামলার অভিযুক্ত আসামি একই উপজেলার পূর্ব রামচন্দ্রপুরের আতাউর রহমান নয়নের বাড়িতে যাওয়া আসা করতেন। প্রায় দুই মাস আগে সালমা বেগম ওই মেয়েকে তাদের বাড়িতে ডেকে নিয়ে চেতনানাশক ওষুধ মিশিয়ে ঝালমুড়ি খাইতে দেন। এরপর সেই ঝালমুড়ি খেয়ে মেয়েটির মাথা ঘুরতে থাকলে সালমা বাড়ির দরজা লাগিয়ে দিয়ে বাহিরে চলে যান। তখন বাড়িতে থাকা আতাউর তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। এরপর আবারও গত ১১ জুলাই আতাউর মেয়েটিকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলার পর সহযোগি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সালমা বেগমকে শনিবার আদালতে পাঠানো হয়েছে ও নয়নকে রবিবার আদালতে পাঠানো হবে। মূল আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন