ডার্ক মোড
Saturday, 18 January 2025
ePaper   
Logo
বিরামপুরে এবি যুব পার্টির আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠিত

বিরামপুরে এবি যুব পার্টির আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

আমার বাংলাদেশ যুব পার্টির (এবি যুব পার্টি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে বিভিন্ন উপজেলার নতুন যোগদানকৃত সংগঠকদের নিয়ে বিরামপুরে এবি পার্টির জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব পার্টির দিনাজপুর জেলা শাখার আহবায়ক আমানুল্লাহ সরকার রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাদিসুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির দিনাজপুর জেলা আহবায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এবি পার্টির রাজনীতি হবে জনগণকে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা প্রবীণ-তরুণ সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দিনাজপুর জেলার সকল উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে সংগঠনকে বিস্তারের মাধ্যমে এবি পার্টিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির বিরামপুর উপজেলা সদস্য সচিব ফারুক-ই আযম, জেলা যুব পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম সুমন, আনিছুর রহমান, যুগ্ম সদস্য সচিব বেলাল হোসেন, সহকারী সদস্য সচিব নিরঞ্জন কিসকু সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন