দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীচক্রের দুই সদস্য আটক
পঞ্চগড় (দেবীগঞ্জ) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীচক্রের দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার সকাল সাড়ে ৮টায় করতোয়া সেতুর পশ্চিম পাড়ে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত দুই ব্যক্তি হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকার রেজাউল ইসলাম এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী ফরিদপুরের ব্যবসায়ী খন্দকার অহিদুর রহমান এবং তার ছেলে খন্দকার রিফাত রহমান জানান, ঠাকুরগাঁওয়ের নিরাব আলী নামের এক ব্যক্তি তাদের জুট মিলের পুরনো যন্ত্রাংশ বিক্রির জন্য ডেকে আনেন। মঙ্গলবার ফরিদপুর থেকে ঠাকুরগাঁও পৌঁছানোর পর ঠাকুরগাঁও এ হোটেলে উঠেন। কিন্তু যিনি যন্ত্রাংশ বিক্রি করবেন তিনি ঢাকায় থাকায় নিরাব আলী তাদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বলেন। শুক্রবার সকালে বাবা-ছেলে নিরাব আলীর সঙ্গে যন্ত্রাংশ দেখতে বের হলে পথিমধ্যে চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাদের পথরোধ করে এবং হ্যাণ্ডকাফ পরায়।
প্রতারক চক্র তাদের ব্যাগ তল্লাশি করে ৫ লাখ টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে নেয়। এরপর বাবা-ছেলের হাতে ডলার ও ইয়াবা দিয়ে ছবি তুলে থানায় অভিযোগ না করার শর্তে তাদের দেবীগঞ্জে নামিয়ে দিতে আসে। দেবীগঞ্জে পৌঁছানোর পর রিফাত এক প্রতারকের মোটরসাইকেলের চাবি কেড়ে নিলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয়দের চলে আসতে দেখে দুইজন পালিয়ে গেলেও অপর দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের সত্যতা পাওয়া গেছে। যেহেতু ঘটনাটি ঠাকুরগাঁওয়ে ঘটেছে, মামলাও সেখানে হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এই ঘটনায় একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।