ডার্ক মোড
Saturday, 18 January 2025
ePaper   
Logo
পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠনের তাগিদ রেহমান সোবহানের

পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠনের তাগিদ রেহমান সোবহানের

নিজস্ব প্রতিবেদক

অতি মুনাফা ও বাজার অর্থনীতি পরিবেশ ধ্বংসের মূল কারণ বলে মন্তব্য করে পরিবেশের সুরক্ষায় বিশেষ কমিশন গঠনের তাগিদ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক রেহমান সোবহান বলেন, আইনের যথাযথ বাস্তবায়নের অভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন। তবে সবার আগে এ বিষয়ে করণীয় নির্ধারণে বিশেষ কমিশন গঠন করতে হবে।

বাজার অর্থনীতি পরিবেশ ধ্বংসের জন্য দায়ী এ কথার ব্যাখ্যায় তিনি আরও বলেন, বাজার অর্থনীতির কারণে জমির অস্বাভাবিক মূল্য বেড়েছে। যে কারণে নদ-নদী, জলাভূমি ও বনভূমি দখল করে আবাসন নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশ ধ্বংস হচ্ছে। এ ক্ষেত্রে কালোটাকার প্রভাবও দায়ী।

পরিবেশ সুরক্ষায় অন্তর্বর্তী সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে এই অর্থনীতিবিদ বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নিজেই একজন পরিবেশবিদ। তিনি পরিবেশ সুরক্ষায় ইতোমধ্যে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন। তবে, বিভিন্ন ইস্যুতে সরকার কমিশন ও বিশেষ কমিটি গঠন করলেও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের নাগরিকদের সম্পৃক্ততার প্রশংসা করে তিনি বলেন, নাগরিক সম্পৃক্ততা থাকলেও অনেকেই ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করছে। ফলে দেশে অনেক অত্যাধুনিক আইন থাকলেও তার সুফল পাওয়া যাচ্ছে না। সুফল পেতে চাইলে সবাইকে একই মঞ্চে আনতে হবে। এর মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি সহজ হবে।

অতীতের উন্নয়ন প্রকল্পগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প দেশের জ্বালানি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু বাস্তবে তা পূরণ হয়নি। বরং ওই অঞ্চলের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উদ্বাস্তু হয়েছে। আমাদের পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়েছে। পরিবেশ ধ্বংস করে—এমন প্রকল্প থেকে বেরিয়ে আসতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন