তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি'র আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’-এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এলজিইডি’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শহিদুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. শাওন ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, শিবগঞ্জের নবাগত উপজেলা প্রকৌশলী মো. হারুণ-অর-রশিদ ও বিদায়ী উপজেলা প্রকৌশলী মো. ছাবের আলী, ঠিকাদার মো. আব্দুল মান্নানসহ অন্যরা।
বক্তারা বলেন- প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্ভাবনী শক্তি দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন তরুণ প্রজন্ম। তারা বলেন- আমরা ভাবতাম, তরুণরা শুধু মোবাইলে আসক্ত; কিন্তু সকলের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছেন, তারা চাইলে কিনা করতে পারেন। তারা নতুন করে এই দেশকে স্বাধীন করেছেন, মানুষের বাক-স্বাধীনতা ফিরে এসেছে। আমাদের বিশ্বাস, আজকের এই তরুণ সমাজ পারবেন আমাদের সঠিক পথ দেখাতে।
অনুষ্ঠানে জুলাই-আগস্টে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভার শুরুতে এলজিইডি সম্পর্কিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। যার মাধ্যমে এলজিইডির কার্যক্রম তুলে ধরা হয়।