ডার্ক মোড
Saturday, 18 January 2025
ePaper   
Logo
কমলগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যার নয় ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

কমলগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যার নয় ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার নয় ঘণ্টার মধ্যে ঘাতক মঞ্জুর মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এর নির্দেশনায় এএসআই হামিদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কারিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডে জড়িত মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।‍‍

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন