ডার্ক মোড
Friday, 18 October 2024
ePaper   
Logo
ফুলবাড়ীতে ব্রীজ মেরামতের দাবি এলাকাবাসীর

ফুলবাড়ীতে ব্রীজ মেরামতের দাবি এলাকাবাসীর

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের সাথে খয়েরবাড়ী বাজারের যোগাযোগর একমাত্র রাস্তার উপরে নির্মিত লোহার বেইলী ব্রীজটি প্রায় দেড় বছর আগে ভেঙ্গে পড়ে আছে। এতে যানবাহন নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষসহ পথচারিরা। দ্রুত ব্রীজটি নির্মানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পথচারীরা।

উপজেলা দৌলতপুর ইউনিয়নের ২১০০ বিঘা ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালে পানি নিস্কাশনের প্রয়োজনে দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া এলাকায় ৯শত ফুট ক্যানেলসহ সড়কের ওপর বেইলি ব্রীজ নির্মাণ করা হয়। সেই বেইলী ব্রীজটি প্রায় দেড় বছর আগে বর্ষায় ক্যানেলের পানির ¯্রােতে ভেঙ্গে পড়ে। সেই সময় উপজেলা প্রকৌশলীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে যায়। কিন্তু এখন পর্যন্ত ব্রীজটি সংস্কারের কোন উদ্যোগ দেখতে পাওয়া যায় নাই। বর্তমানে ১০ গ্রামের পথচারীরা পশেই বিকল্প রাস্তা নির্মান করে অতি কষ্টে যাতায়াত করছেন।

গত বুধবার সরেজমিনে গিয়ে স্থানীয় মিজানুর, মিসিরউদ্দিন, মোবারক, আব্দুর রহিমসহ পথচারী ও এলাকাবাসীরা বলেন, আমাদের এই এলাকার ১০ গ্রামের ২০ হাজার মানুষ এই রাস্তাটি দিয়ে খয়েরবাড়ী বাজারে যাতায়েত করে থাকে। ক্যানেল নির্মানের পূর্বে সবকিছুই ভালোই ছিলো। ক্যানেল নির্মানের পর ক্যানেল দিয়ে নদীতে পানি পড়ে শুরু করে। এতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় প্রায় দেড় বছর আগে এই ব্রীজটি পানির ¯্রােতে ভেঙ্গে পড়ে। সেই সময় উপজেলা থেকে কিছু লোকজন এসে দেখে গেছে। কিন্তু কোন কাজ করে নাই। ফলে ব্রীজ না থাকায় আমরা কঠিন দুর্ভগের মধ্যে পড়েছি । বর্ষার সময় তো একেবারেই চলাচল করা যায় না। আমরা চাই সরকারের উচ্চ পর্যায়ের লোকজন বিষয়টি গুরুত্ব দিয়ে স্বল্প সময়ের মধ্যেই ব্রীজটি যাতে নির্মান করে। এমনটাই জোর দাবি করেন স্থানীয় এলাকাবাসীসহ পথচারিরা।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া গেছে, অচিরেই ব্রীজ নির্মাণের টেন্ডার হবে। তবে এলাকার লোকদের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, ব্রীজ নির্মাণের বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। দ্রুতই ব্রীজ নির্মাণের কাজ শুরু হবে।

এদিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস জনায়, এলজিইডির বরাদ্দ পেতে বিলম্ব হওয়ায় স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ ক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালযর অধীন ব্রীজটি নির্মাণকাজ দ্রুতই শুরু হবে।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম জানান, চলতি মাসেই ব্রীজের স্থানের মাটি পরীক্ষা হবে এবং ব্রীজ নির্মাণের টেন্ডার হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন