ডার্ক মোড
Friday, 18 October 2024
ePaper   
Logo
বরগুনায় শিশুদের জন্য ‘উসসাস পাঠশালা

বরগুনায় শিশুদের জন্য ‘উসসাস পাঠশালা" কার্যক্রম শুরু

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা

বরগুনায় "সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ" এই পতিপাদ্যকে সামনে রেখে অসহায় ও ছিন্নমূল পথশিশুদের সুন্দর সমাজ গড়তে ও বুঝাতে, পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করতে বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহোযোগিতায় ও উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর আয়োজনে শতাধিক শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সমগ্রী ও ‘উসসাস-পাঠশালা’ পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল তিনটায় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়নের অফিস রুমে বিনামূল্যে বই, খাতা, কাঠপেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সমগ্রী বিতরণ ও "উসসাস-পাঠশালা" কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপকূলী সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর প্রধান নির্বাহী মোঃ অলিউল্লাহ্ ইমরান এর সভাপতিত্বে ও "উসসাসে'র সহ-সভাপতি মোঃ ইয়াকুব হোসেনের সঞ্চালনায় পাঠশালা কার্যক্রম অনুষ্ঠানে শিশুদের হাতে শিক্ষা সমগ্রী তুলে দেয়া হয়েছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা নিউজের বরগুনা জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, ভোরের আকাশ এর বরগুনা জেলা প্রতিনিধি সাংবাদিক কাসেম হাওলাদার ও মোঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর কার্যনির্বাহী সদস্য মোঃ রায়হানসহ অন্যান্য সদস্যবৃন্দ, "উসসাস" এর সেচ্ছাসেবী সদস্য মোসাঃ মেহেরুন নিসা রিয়া, মোসাঃ ইভা, মোঃ জাহিদুল ইসলাম, সেতু দেবী, মোসাঃ সানজিদা, মোসাঃ জেরিন, মোসাঃ লিমা, জুথি এবং শিশুদের অভিভাবকবৃন্দ সহ প্রমুখ।

প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) "সমৃদ্ধ জীবনের জন্য চাই সুস্থ পরিবেশ" এই পতিপাদ্যকে সামনে রেখে আজকে থেকে শুরু হয়েছে আমাদের এই কার্যক্রম। অসহায় ও পথশিশুরা যাতে করে খারাপ কাজ থেকে দূরে থেকে সুন্দর সমাজে স্বশিক্ষিত এবং ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেই উদ্দেশ্যে দীর্ঘদিন ব্যাপী ‘উসসাস পাঠশালা’র কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও দক্ষ, একটিভ ও সৃজনশীল সেচ্ছাসেবী টিম নিয়ে নিয়মিত ভাবে আমাদের সংস্থা সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে। এই টিমের সৃজনশীল উদ্যোগ বিনামূল্যে শিক্ষা সমগ্রী ও পাঠশালা কার্যক্রম দীর্ঘদিন পর্যন্ত অব্যাহত থাকবে। এবং সকলের সহোযোগিতা, দোয়া ও ভালোবাসায় সকল দুর্যোগ, মহামারিসহ সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে ইনশাআল্লাহ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন