ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ১০টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

এর আগে তিনি জানান, সকাল ৯টা ১৭ মিনিটের দিকে মানিকগঞ্জ হাউসে দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাতের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে একে একে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়। ভবনটির দোতলায় একটি ল’ চেম্বার রয়েছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন