ডার্ক মোড
Thursday, 09 January 2025
ePaper   
Logo
অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র আহবা‌ন করছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র আহবা‌ন করছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

শহিদুল ইসলাম, সিলেট

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহতি উদ্যোগে আপনার সহযোগিতা একান্ত কামনা করছি।

আপনি সংগঠনের সম্মানিত শুভাকাঙ্ক্ষী, সম্মানিত পৃষ্ঠপোষক, সম্মানিত উপদেষ্টা ও সম্মানিত সদস্য হিসেবে আপনার পক্ষে যতটুকু সম্ভব সহায়তা প্রদান করবেন।

আপনার প্রদত্ত দেওয়া শীতবস্ত্র, কম্বল ও নগদ টাকা দিয়ে সাহায্য করতে পারেন।

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুনিয়াতে অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ (মুসলিম, হাদিস : ২৪১৯)

রাসুল (সা.) আরো বলেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার সব বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবি মানুষকে সচ্ছল করে দেবে, আল্লাহ তাআলা তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দেবেন।’ (মুসলিম)

সুতরাং প্রতিটি মানুষের উচিত, অভাবি ও বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ানো। সামাজিক দায়বদ্ধতা, ধর্মীয় নীতি-নৈতিকতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জরুরি। শীতের এ প্রচণ্ড কষ্টে সামান্য সহযোগিতায় কেউ উপকৃত হলে খুশি হবেন মহান আল্লাহ।

শীতের মৌসুমে অসহায়কে শীতবস্ত্র দান করা অনেক গুরুত্বপূর্ণ কাজ। দান করলে সম্পদ কমে না বরং তা বেড়ে যায়। তাই কষ্টে থাকা মানুষকে শীতবস্ত্র দান করলে মহান আল্লাহ আপনাকেও দান করবেন।

হিসাব নং- ০৮৩৬১২২০০২১১৯৪০ উত্তরা ব্যাংক পিএলসি, লালদিঘীরপাড়, সিলেট। বিকাশ পার্সোনাল ০১৭১২৪৭২৫৪৩ উক্ত নাম্বারে আপনার সাহায্য পাঠাতে পারেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন