ডার্ক মোড
Thursday, 09 January 2025
ePaper   
Logo
সেনাবাহিনীর পক্ষ থেকে পিরোজপুরে মুচি সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

সেনাবাহিনীর পক্ষ থেকে পিরোজপুরে মুচি সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়।

বুধবার বিকেলে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচিদের দোকানে দোকানে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন।

এ বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরন করছে সেনাবাহিনী । তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা,ঝালকাঠী, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরন হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন