ডার্ক মোড
Thursday, 09 January 2025
ePaper   
Logo
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম'র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম'র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম'র ৭ম প্রতিষ্টাবার্ষিকী বর্ণিল আয়োজনে পালন করা হয়।

এ উপলক্ষে (৮ জানুয়ারি) বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। সকাল ১১ টায় ঐক্য ফোরামের অস্থায়ী কার্য্যালয় মধ্য বাজার বেগ প্লাজা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান,সহকারী কমিশনার ভুমি সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মাজহারুল আনোয়ার প্রমুখ।

দুপুর ১২ টায় উপজেলার পৌরশহরের কালিপুর কলেজ রোড নেক্সাস পার্টি সেন্টারে উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক সাধারন সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঐক্য ফোরামের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সঞ্চালক সাবেক সাধারন সম্পাদক ফারুক আহাম্মদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার,উত্তর জেলা বিএনপি'র সদস্য মোফাখ্খারুল ইসলাম জাহাঙ্গীর,বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা আমীর বদরুজ্জামান,পৌর বি,এন,পি'র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক,ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আলী আকবর আনিস, বাংলাদেশ জামায়াত ইসলামী পৌর শাখার সভাপতি ডাঃ আব্দুর নুর, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান মাফুজ,টেক্সটাইল ইনিস্টিউটের সাবেক অধ্যক্ষ মোঃ আলী জিন্নাহ,গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন,সাধারন সম্পাদক শেখ বিপ্লব,যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন , দলিল লিখক সমিতির সভাপতি আব্দুল জলিল মুন্সী,ডেল্টা মির্লাসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ সালাউদ্দিন,কৃষক দলের পৌর শাখার সাধারন সম্পাদক মোঃ শাহী মুন্সী,খেলাফত মজলিশের উপজেলা শাখার সদস্য সচিব আলীম উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান সাগর, উপজেলা ছাত্র শিবির সভাপতি মিজানুর রহমান, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, ছাত্রদল নেতা জিকু সরকার, ছাত্র সমন্বয়ক অর্পিতা এ্যানি, যুব অধিকার পরিষদ সভাপতি এনামুল হক প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন