শ্রীমঙ্গলে দিনব্যাপী বাংলার ঐতিহ্য শীতের পিঠামেলা অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য শীতের পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে এ পিঠামেলার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।
‘তারুণ্যের উৎসবে পিঠামেলা’ এই শ্লোগানে শ্রীমঙ্গল সরকারি কলেজের আয়োাজনে ১ম বারের মতো এ পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনপূর্বক এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিঠা উৎসব কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের প্রধান প্রভাষক মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র দেব, অধ্যাপক সুদর্শনশীল ও অধ্যাপক সুরঞ্জন কিলিকদার।
মেলায় বিএনসিসি, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট, দ্বাদশ শ্রেণী ও অনার্সসহ বিভিন্ন বিভাগের ১২টি স্টল অংশগ্রহণ করে। পিঠামেলা ছাড়াও দিনব্যাপী এ অনুষ্ঠানে পিঠা নিয়ে রম্য বিতর্ক প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।