বরগুনা জেলা সমিতির উদ্যোগে বামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার চারটি ইউনিয়নের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দুই দিনের কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে বরগুনা জেলা সমিতি, বরিশাল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বুকাবুনিয়া ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটে।
বরগুনা জেলা সমিতির এই মানবিক উদ্যোগের মাধ্যমে বামনা উপজেলার ১ নং বুকাবুনিয়া, বামনা সদর, ডৌয়াতলা ও রামনা ইউনিয়নের আবাসনসহ অসংখ্য শীতার্ত মানুষ শীত নিবারণের জন্য কম্বল পেয়েছেন। অসহায়দের মুখে হাসি ফোটাতে পরিচালিত এই কার্যক্রমে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
কম্বল বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বরগুনা জেলা সমিতির সম্মানিত উপদেষ্টা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ মাসুম সিকদার। তিনি বলেন, "বরগুনা জেলা সমিতি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন হিসেবে বরগুনার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সবসময় চেষ্টা করে। শীতার্তদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।"
শারিরীক ভাবে চলাচলে অক্ষম চাঁন মিয়া আবেগাপ্লুত কন্ঠে বলেন, “মুই হাটতে চলতে পারিনা, তাই যারা কম্বল দেয় তাদের কাছে যাইতেও পারিনা আর কম্বল ও পাইনা। বরগুনা জেলা সমিতির এক স্যার মোর বাড়ীতে আইয়া মোরে কম্বল দেছে; মুই আল্লাহর ধারে হ্যাগো লই¹া দোয়া করি...”
বরগুনা জেলা সমিতি, বরিশাল, মানুষের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা কার্যক্রম তাদের দায়িত্ববোধের আরেকটি অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।