নীলফামারীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনব্যাপী ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে দুঃস্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে ঔষুধপত্র বিতরণে উপস্থিত ছিলেন মেজর নাহিদ বিন হাফিজ, মেজর মোস্তাফিজুর রহমান ও ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।
প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এসময় সাত শতাধিক শীতার্ত মানুষকে কম্বল ও ৩২১ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ এবং ভেটেনারী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।
সেনাবাহিনী জানায়, বাৎসরিক যৌথ প্রশিক্ষণের বাকী দিনগুলোতেও ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক এ জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখা হবে।