ডার্ক মোড
Friday, 10 January 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩টি  স্টিল মিলসকে ৩ লাখ ৩০ হাজার জরিমানা

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩টি স্টিল মিলসকে ৩ লাখ ৩০ হাজার জরিমানা

 

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৩টি স্টিল মিলসকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিউকিশন প্রদান করেন।

বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অভিযান পরিচালনা করা কারখানাগুলো হলো- উপজেলার নানাখী বড়ইবাড়ী এলাকার মুনতাহা স্টিল মিলস লিমিটেড নামের কারখানাকে ২ লাখ টাকা, কাঁচপুর এলাকার সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) নামের কারখানাকে ১ লাখ টাকা ও কাঁচপুরের রহিম স্টিল মিলস লিমিটেড নামের কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ৩টি স্টিল মিলসকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে গ্রেপ্তারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে জেলা ডিবি পুলিশ। উভয়পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য এর আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে নতুন উদ্যোক্তাদের নিয়ে ক্ষুদ্র ঋণ সম্পর্কিত কর্মশালা

নারায়ণগঞ্জে নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে ব্র্যাকের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্র্যাক থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা ৫৫ জন উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ব্যাংক ও ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংক কর্মকর্তা এবং এনজিও কর্মকর্তারা উদ্যোক্তাদের জন্য তাদের কি কি প্রোডাক্ট আছে তা উপস্থিত সবার সামনে তুলে ধরেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী। দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন ব্র্যাকের ঢাকা এলাকার ব্যবস্থাপক রতন কুমার দাস। সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মাহেরা বেগম। কর্মশালায় এসডিপি প্রমিজ প্রোগ্রাম সম্বন্ধে উপস্থাপন করেন এসডিপি জেলা ব্যবস্থাপক মো. শাহেদ আহমেদ এমাদ। অনুষ্ঠানে সমাজ সেবা অফিসার, যুবউন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল রাব্বি বলেন, আজকে যারা এখানে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে কর্মশালায় উপস্থিত হয়েছেন আশা করি আগামী দিনে আপনারা অনেক বড় বড় উদ্যোক্তা হবেন। উদ্যোক্তারা ব্যাংক কিংবা ঋণদাতা প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার পরে অনেক সময় সেই ঋণের অর্থ মিসইউজ করেন। অবশ্যই ঋণের অর্থকে ব্যবসায় বিনিয়োগ করতে হবে। নয়তো ঋণের বোঝা আপনার কাধেই চাপবে।

নাঃগঞ্জে ওসমান পরিবারের চার সদস্যসহ ৫৩ জনের নামে হত্যাচেষ্টা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মো. আবুল হোসেন তালুকদার (৪৬) নামের এক ব্যক্তি মামলার জন্য নারায়ণগঞ্জ আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্তা করা হয়েছে।

মামলার এজাহারে আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া প্রমুখকে।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৪ আগস্ট রাত ৮টার সময় চিটাগাংরোডের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন করছিল। তখন ওই আন্দোলনস্থলে বাদী আবুল হোসেন তালুকদারের ছেলেও উপস্থিতি ছিলেন। সেসময় আন্দোলন দমাতে উক্ত মামলার আসামিরা ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বাদীর ছেলে পিঠের বামপাশ ও শরীরে বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন