ডার্ক মোড
Thursday, 09 January 2025
ePaper   
Logo
কাউখালীতে ইভটিজিংয়ের শিকার স্কুল শিক্ষিকা, থানায় অভিযোগ

কাউখালীতে ইভটিজিংয়ের শিকার স্কুল শিক্ষিকা, থানায় অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে এক স্কুল শিক্ষিকা ইভটিজিং এর শিকার হয়েছেন। অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন (৫০) উপজেলার আইরন ঝাপুসী গ্রামের আলী আজম খানের ছেলে। এঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫৮ নং মুক্তারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে স্কুল যাওয়া আসার পথে প্রতিনিয়ত উত্যাক্ত করতো জাহাঙ্গীর হোসেন। বিষয়টি তিনি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যদের জানালে জাহাঙ্গীরকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন তারা।

এরপর সে কিছুদিন নিরব থাকলেও গত বুধবার (৮ জানুয়ারি) সকালে ওই শিক্ষিকাকে স্কুলে যাওয়ার পথে জাহাঙ্গীর আবারো তার পথ রোধ করতে চেষ্টা করে এবং নানা ধরনের কুপ্রস্তাব দেয়। এ সময় তিনি তাকে পথ থেকে সরে দাঁড়ানোর জন্য বললে পিছন থেকে তাকে জড়িয়ে ধরেন জাহাঙ্গীর। এসময় ওই শিক্ষিকা ডাক চিৎকার দিলে পথচারী ও স্থানীরা এগিয়ে আসলে জাহাঙ্গীর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শিক্ষিকা কর্তৃপক্ষকে জানিয়ে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান বলেন, এক শিক্ষিকাকে ইভটিজিংয়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন