জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ৬টি ভারতীয় বাছুর গরু আটক
মো.দুলাল হোসেন রাজু, জৈন্তাপুর (সিলেট)
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় গরু আটক করে।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (৮ জানুয়ারী) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলা রাজবাড়ী ফুটবল খেলার মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে কতিত সামাদ-আরমান এর সহযোগীরা ৬টি ভারতীয় বাছুর গরু বাজারে প্রবেশের প্রক্কালে অভিযান পরিচালনা করে আটক করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান গ্রুপের সদস্যরা পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদিউজ্জামান বলেন, পুলিশ চোরাচালান বন্দে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৬টি গরু আটক করা হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন