বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দেশে আটক জেলেদের বন্দি বিনিময়
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড দুটি (অভিজিত-৩ ও ঝড়-৩) এবং বাংলাদেশ নৌ-বাহিনী চারটি (এফবি জয় জগন্নাথ-২, এফ বি বাসন্তি, এফ বি অভিজিত ও এফবি নারায়ণ), সর্বোমোট ছয়টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করে।
অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় বাংলাদেশি ফিশিং বোট এফ বি কৌশিক ডুবে গেলে ১২ জন জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে ভারতের হলদিয়া বন্দরে নিয়ে যায়। এছাড়াও গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমূদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২ টি বাংলাদেশী ফিশিং ট্রলার (এফ বি লায়লা-০২ ও এফ বি মেঘনা-৫) কে ৭৮ জন জেলেসহ আটক করে ভারতীয় কোস্ট গার্ড।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমাঝতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সিদ্ধান্ত গৃহিত হয়। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডকে অর্পণ করা হয়।
এরই ধারাবাহিকতায় গত রবিবার বাংলাদেশ কোস্ট গার্ড এর তত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) এ আনুমানিক বিকাল ৫ টায় বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকে ৬ টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করা হয়। একইসাথে ভারতে আটক/আশ্রয়ে থাকা ৯০ জন বাংলাদেশী জেলেকে ২ টি বোটসহ ভারতীয় কোস্ট গার্ড এর নিকট হতে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
পরবর্তীতে আজ ৭ জানুয়ারি ২০২৫ সকাল ১০ টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশী জেলেদের বোটসহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।