ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
পঞ্চগড়ে তৃতীয় দফায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে তৃতীয় দফায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি

ভোরে ঝলমলে সূর্যের আলো ছড়ালেও পৌষের কনকনে শীতে তৃতীয় দফায় দুই দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর পৌষের জেঁকে বসা তীব্র শীতে কাঁপছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের মানুষ।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুই দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

তবে ভোর থেকে দেখা গেছে ঝলমলে রোদ। রাতভর তাপমাত্রা যেন জিরো ডিগ্রিতে নেমে আসে এমনটাই জানিয়েছেন এ অঞ্চলের স্থানীয়রা। সকালে ঝলমলে রোদ হওয়ায় কাজ কর্মে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সংবাদদাতাকে বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। আজ বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবারও তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুই দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন