জগৎ জ্যোতি শিশু সুরক্ষা কেন্দ্রে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত
মো.দুলাল হোসেন রাজু, জৈন্তাপুর (সিলেট)
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানে জগৎ জ্যোতি শিশু সুরক্ষা কেন্দ্রে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস,আলোচনা সভা ও বনাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে ৪ টার দিকে জৈন্তাপুর উপ]জেলার শ্রীপুর চা বাগানের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের জন্য সুরক্ষা কার্যক্রম কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বধন আলোচনা সভা ও বনাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এতে শ্রীপুর চা বাগানের ১৫০ জন শিশু, কিশোর কিশোরী,নারী-পুরুষ অংশগ্রহণন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর চা বাগানের ম্যানেজার জহিরুল হক।
বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ তাসলিমা আক্তার,সহকারী ম্যানেজার মো.মুকুল উদ্দিন, শ্রীপুর চা বাগান পঞ্চায়েত প্রধান রবিন জানি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসেলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের ডিভিশনাল কোঅরডিনেটর (এইচপিপিসি) দেবাশীষ মজুমদার।স্বাগত বক্তব্য রাখেন জেলা চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর প্রিয়াংকা দাস রায়।
এসময় উপস্থিত ছিলেন সিএসিও অর্জুন বোনারজি,বারেক ঘুরি, সবুজ সিং সহ শ্রীপুর চা বাগানের আরো অনেকেই। শ্রীপুর চা বাগানে ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের আথিক সহয়তায় প্রতিষ্টিত শিশু সুরক্ষা কেন্দ্রটি যেন এক " শিশু স্বর্গ। শিশুদের সার্বিক বিকাশের জন্য এমন উদ্ব্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রীপুর চা বাগান কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ঠ সবাই।