ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
দুর্নীতি প্রতিরোধে শাবিতে প্রচারণা জনমনে প্রশ্ন

দুর্নীতি প্রতিরোধে শাবিতে প্রচারণা জনমনে প্রশ্ন

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের গুণগত মান নিশ্চিতের লক্ষ্য এবং দুর্নীতি প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

এজন্য দুর্নীতি প্রতিরোধী কয়েকটি ব্যানার টানানো হয়েছে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে।গুরুত্বপূর্ণ জায়গায় দূর্নীতি প্রতিরোধে প্রচারিত ব্যানারগুলো দেখে শিক্ষক ও শিক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে, 'কেনো হঠাৎ করে দুর্নীতি প্রতিরোধী এ ব্যানার? বিশ্ববিদ্যালয়ে কি দুর্নীতি হচ্ছে? নাকি অন্য কিছু?'

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যায়ের প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সম্মুখে এবং চেতনা একাত্তর ভার্স্কয সংলগ্ন সড়কের পাশে ‘এখনই দুর্নীতি থামান’ লেখা সম্বলিত তিনটি ব্যানার লাগানো হয়েছে।

ব্যানারগুলোতে লেখা রয়েছে, দেশ গড়ার প্রয়োজনে, দুর্নীতি রুখবো সর্বজনে; দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না; স্টপ করাপসন' নীতি কথা।

শিক্ষক শিক্ষার্থীদের ওই প্রশ্নের উত্তরের খোঁজ নিয়ে জানা যায়, সরকারেরর মন্ত্রীপরিষদ বিভাগের পক্ষ থেকে 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়ন, বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা' নীতিমালার আলোকে এই প্রচারণা চালানো হচ্ছে।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রনালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনাও রয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মন্ত্রীপরিষদ বিভাগের ওই নির্দেশে, দেশের সরকারি অফিসগুলোতে এপিএ কমিটি গঠনের কথা বলা হয়। এজন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যালয়েও একটি এপিএ কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রধান হিসেবে রয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এতে কো-কনভেনার ও ফোকাল পয়েন্ট হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক। তিনি জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে ৫টি ক্যাটাগিরতে ২০২২-২৩ অর্থবছরের কর্মসম্পাদনের পরিকল্পনা করা হয়।

এর মধ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল ক্যাটাগরিতে' শুদ্ধাচার বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধ বিলবোর্ড ও ব্যানার স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় দুর্নীতি বিরোধী ব্যানার স্থাপন করা হয়েছে। তিন মাস পর পর এরকম ব্যানার লাগানো হবে বলে জানান তিনি।

"বিশ্ববিদ্যালয়ে কেউ যাতে দুর্নীতিতে সম্পৃক্ত না হয় সেটা মনে করিয়ে দেওয়া এ প্রচারণার লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক প্রতিটি কাজের সুষ্ঠু জবাবদিহিতার আওতায় এনে সঠিকভাবে বাজেট ব্যবহারের জন্য এপিএ কমিটি এ প্রচারণা চালিয়ে যাচ্ছে।"

এপিএ পরিকল্পনার বাকি ক্যাটাগরির মধ্যে রয়েছে 'ই গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা পরিকল্পনা, সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তাবায়ন কর্মপরিকল্পনা ও তথ্য অধিকার বিষয়ে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্ম পরিকল্পনা।'

প্রত্যকটি ক্যাটাগরির কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পৃথক পৃথক কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন