জয়পুরহাটে ৪ শতাধিক ঈদগাহ্ মাঠে ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে ছোট-বড় মিলে প্রায় ৪ শতাধিক ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় জেলায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী-পেশার কয়েক হাজার মুসল্লী এখানে ঈদের নামাজ আদায় করেন।
এ সময় মওলানা আব্দুল মতিন এর পরিচালনায় নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন