ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
জয়পুরহাটের পাঁচবিবিতে সরিষার ক্ষেতে মৌ চাষে ব্যস্ত খামারীরা

জয়পুরহাটের পাঁচবিবিতে সরিষার ক্ষেতে মৌ চাষে ব্যস্ত খামারীরা

জুয়েল শেখ, পাঁচবিবি (জয়পুরহাট)

আকাশের নিচে বিস্তুত ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ বিকেলে কুয়াশার ধূম্রজাল চিরে সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে।

সরিষা ফুল গুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে মৌ মাছিরা এক ফুল থেকে অন্য ফুলে ভোঁ ভোঁ শব্দে উড়ে বেড়াচ্ছে। আর সেখানেই বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পরেছে মৌসুমী মৌ চাষীরা।

এমন দৃশ্য এখন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরিষার মাঠে মাঠে হলুদ ক্ষেত্রের পাশে বাক্স বসিয়ে মাত্র মাস দেড়েকের মধ্যে এসব মৌসুমী মৌ চাষীরা মধূ সংগ্রহ করে আয় করছেন কয়েক লক্ষ টাকা মৌ চাষিরা।

মাঠের পাশে কৃত্রিম উপায়ে মধু আহরণের এমন দৃশ্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে দেখতে আসছেন অনেকেই। সরিষা ফুলের নির্ভেজাল ও সু-স্বাদু মধু খেয়ে অনেকেই প্রশংসা করছেন সাধারণ মানুষরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন