ডার্ক মোড
Sunday, 28 April 2024
ePaper   
Logo
গোয়ালন্দে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের আহবায়ক কমিটি ঘোষনা

গোয়ালন্দে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের আহবায়ক কমিটি ঘোষনা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে "এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট" এর আহবায়ক কমিটি গঠন ও কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের শেখকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২ টায় গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের হলরুমে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন ও কর্মসূচি ঘোষনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের শেখ। সভায় উপজেলার সকল এমপিওভুক্ত কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার প্রধান ও তাদের প্রতিনিধি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আঃ কাদের শেখ বলেন,আহবায়ক কমিটি জতীয়করনের দাবিতে ঢাকায় চলমান আন্দোলনের সাথে সঙ্গতি রেখে আগামী ১২ ও ১৩ মার্চ ৩ ঘন্টা করে প্রতিটি প্রতিষ্ঠানে কর্ম বিরতি পালন, ১২ মার্চ বেলা ২ টায় রাবেয়া ইদ্রিস মহিলা কলেজে সমাবেশ, ১৪ মার্চ জেলা সদরে ঘোষিত বিক্ষোভ ও মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগ দেবে। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ২০ মার্চ ঘোষিত মহাসমাবেশ ও অনশন কর্মসূচিতে যোগদানের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সকল প্রকারের বৈষম্য দূরিকরন,শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক- কর্মচারীদের জীবন-মান উন্নয়নের জন্য শিক্ষাকে জাতীয়করন করার কোন বিকল্প নেই। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সাথে আমরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন