ডার্ক মোড
Sunday, 28 April 2024
ePaper   
Logo
গলাচিপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ

গলাচিপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ

 

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় গত ২৬ ফেব্রুয়ারী বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনে পুড়ে যাওয়া পাঁচ বসতঘরের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার মুসলিম পাড়ায় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব, এনডিসি, পিএসসি অবসরপ্রপ্ত, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে এক বান করে মোট পাঁচ বান ঢেউটিন বিতরণ করেন। ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুল লতিফ, আব্দুর রহমান, নূর ইসলাম, আব্দুল জব্বার ও মো. জাহাঙ্গীর।

ঢেউটিন বিতরণকালে লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিপদে আপদে সবসময় তিনি মুসলিম পাড়ার বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলা, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. কুদ্দুস মেলকার, উপজেলা আওয়ামী লীগ সদস্য তারিকুর রহমান জাফর, পৌর মহিলা কাউন্সিলর মোসা. রোজী আক্তার প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন