ডার্ক মোড
Friday, 03 May 2024
ePaper   
Logo
কেরানীগঞ্জে কোস্ট গার্ড এর অভিযানে অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ

কেরানীগঞ্জে কোস্ট গার্ড এর অভিযানে অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে কোস্ট গার্ড এর অভিযানে ৭ হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ৫ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৭,৫০০ কেজি (১৮৭.৫ মন) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃআশিকুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

খবর বিজ্ঞপ্তি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন