ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
উপজেলা পরিষদ নির্বাচন বাউফলে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপ

উপজেলা পরিষদ নির্বাচন বাউফলে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

তফসীল ঘোষণা না হলেও পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। অধিকাংশ সম্ভাব্য প্রার্থী দলীয় সমর্থন আদায়ের জন্য তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দারস্থ হচ্ছেন। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে গ্রাম-গঞ্জে আলোচনার ঝড় উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বাউফল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেতে লবিং-তব্দির শুরু করেছেন। দীর্ঘদিন থেকে তার সঙ্গে উপজেলা আওয়ামীলীগের দুরত্ব চলছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল থেকে তাকে সমর্থন দেয়ার সম্ভাবনা নেই বলে দাবী করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।

এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আছেন দীর্ঘদিনের ত্যাগী নেতা বর্তমান উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান। মোঃ আনিছুুর রহমান ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে আ.লীগ প্রার্থী কর্ণেল এম এ জি ওসমানির নৌকা মার্কার পক্ষে পোস্টার লাগানোর মধ্যে দিয়ে রাজনীতি শুরু করেন। একই বছর বাউফল মর্ডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৯ সালে জাতীয় সংসদে আ.স.ম ফিরোজ এর পক্ষে কাজ করেন এবং ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। বাউফল সরকারি কলেজ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন । ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর তার সাথে একই লঞ্চে দিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়রত করেন।

এরপর বাউফল উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। জিয়া ও এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে শাররীক নির্যাতনসহ বহু মামলায় আসামী হয়ে কারাবরন করেছেন । দশম জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির এপিএস এর দায়িত্ব পালন করেছেন আনিছুর রহমান। বর্তমানে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)দায়িত্ব পালন করছেন। উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান প্রতিদিনের সংবাদকে বলেন, আমি আশাবাদী দল আমাকে মুল্যয়ন করবে।

দল যতি আমাকে মনোয়ন না দেয় তাহলে জননেতা আ.স.ম ফিরোজ এমপি মহোদয় যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করবো। আমি দলের একজন ত্যাগী কর্মী। সব সময় দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের পাশে থেকে কাজ করেছি। তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন বলে জানা যায়। উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় আছেন উপজেলা আ.লীগের সহ:সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং কালাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। বর্তামান ভাইস চেযারম্যান মোশারেফ হোসেন খান বলেন,দল যদি আমাকে মনোনয়ন দেয় তা হলে আমি আশাবাদী,সব রাজনৈতিক মতাদর্শের ভোটারদের সমর্থন পাব। কারন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সাধারন মানুষের পাশে থেকে কাজ করেছি।

বাউফল উপজেলা পরিষদের সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার কর্তৃক পুরস্কার প্রাপ্ত ইঞ্জিনিয়ার মজিবুর রহমান। ইঞ্জিনিয়ার মজিবুর রহমান বলেন,আমি দুইবার আ.লীগ কর্তৃক মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিবার্চিত হয়েছি। কর্মদক্ষতার মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছি। আশা করি এবার আমি নির্বাচন করলে জনগন আমাকে বেছে নিবে।

উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মশিউর রহমান লাভলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মো. আলাউদ্দিন,এবং উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন